Rasul Name Lyrics | রাসূল নামে লিরিক্স । কলরবের নতুন মনকড়া দারুন গজল
নতুন মনকড়া গজল ২০২২। রাসূল নামে লিরিক্স। Rasul Name full details
মনকাড়া দারুন গজল | Rasul Name Lyrics | রাসূল নামে লিরিক্স | Bangla New Song 2022 | Kalarab
দূর আরবের ভূমে,এক এলো রাসূল নামে
করতে ধরার বুকে আঁধার বিলিন
আকাশের ওই রবি চাঁদ সিতারা সবি
আনলো নামিয়ে জমিন
আনলো নামিয়ে জমিন
দূর আরবের ভূমে,এক এলো রাসূল নামে
করতে ধরার বুকে আঁধার বিলিন
আকাশের ওই রবি চাঁদ সিতারা সবি
আনলো নামিয়ে জমিন
আনলো নামিয়ে জমিন
আমি দেখিনি তাহার মতো সুন্দর বদনখানি
যে বদনে ঝড়ে জ্যুতি লাগে হায় খুশবোদানি
আমি দেখিনি তাহার মতো সুন্দর বদনখানি
যে বদনে ঝড়ে জ্যুতি লাগে হায় খুশবোদানি
যে নামে দুরুদ পড়ে সৃষ্টি কোল নিশিদিন
আকাশের ওই রবি চাঁদ সিতারা সবি
আনলো নামিয়ে জমিন
আনলো নামিয়ে জমিন
তার আগমনে মরু খোঁজে পেলো সজীবতা
জুলুম পাঁপে ভরা দিল পেলো মানবতা
তার আগমনে মরু খোঁজে পেলো সজীবতা
জুলুম পাঁপে ভরা দিল পেলো মানবতা
যে নামে খুশবো মেখে সাজায় জীবন প্রতিদিন
আকাশের ওই রবি চাঁদ সিতারা সবি
আনলো নামিয়ে জমিন
আনলো নামিয়ে জমিন
দূর আরবের ভূমে,এক এলো রাসূল নামে
করতে ধরার বুকে আঁধার বিলিন
আকাশের ওই রবি চাঁদ সিতারা সবি
আনলো নামিয়ে জমিন
আনলো নামিয়ে জমিন
আনলো নামিয়ে জমিন