পাপের বোঝা ইসলামী সংগীত লিরিক্স । Paper Bojha Islamic Gojol Lyrics

 পাপের বোঝা ইসলামী সংগীত লিরিক্স । Paper Bojha Islamic gojol full details


Singer : Habibullah Noor & Saifullah Noor

Lyric : Habibullah Noor

Tune : Saifullah Noor

Record Label : Holy Tune Studio

Sound Design : Mahfuzul Alam Rh. & Khizir Muhammad

Video Director: Abu Bakar Siddik

Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman


হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Paper Bojha lyrics । পাপের বোঝা ইসলামী সংগীত লিরিক্স ।  New Gojol 2022 Lyrics In Bengali

হৃদয় ছুঁয়ে যাওয়া নতুন গজল। Paper Bojha lyrics । পাপের বোঝা ইসলামী সংগীত লিরিক্স ।  New Gojol 2022 Lyrics In Bengali


পাপেরি বোঝা নিয়ে দুহাত তুলেছি

তোমারি দরবারে

ভুলগুলো ক্ষমা করো, হৃদয়ে নূর ঢালো

ওহে পরোওয়ার

তুমি ছাড়া কার কাছে যাবো আমি

দূরে ঠেলে দিও না অন্তর্যামী

মহাক্ষনে বিপদে যেওনা ভুলে

আমাকে রেখো, কাল হাশরে ছাঁয়া তলে

ভালোবেসে তুমি জান্নাতেরি  দ্বার দিয়ো খুলে



পাপেরি সংখ্যা অসীম আছে

তোমারে রহমের না সীমা আছে না সংখ্যা আছে

তুমি বিহনে দিশেহারা আমি আজ

এই অসহায় তোমারি মোহতাজ

নিয়ো জড়িয়ে তুমি দয়ারি আচলে

আমাকে রেখো কাল হাশরে ছাঁয়া তলে

ভালোবেসে তুমি জান্নাতেরি  দ্বার দিয়ো খুলে



জানি আমি অপরাধী দিল বেকারার

চোখ বুঝলেই ভাসে যত বেনামী আর পাপ বেশমার

ক্ষমা যদি করো তোমার কোনো ক্ষতি নেই

ভালোবেসে ক্ষমা করেও দাও নিমিষেই

তুলে নাও ও প্রভু রহম কোলে

আমাকে রেখো কাল হাশরে ছাঁয়া তলে

ভালোবেসে তুমি জান্নাতেরি  দ্বার দিয়ো খুলে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url