Kobul Koro Sijda lyrics । কবুল করো সিজদা লিরিক্স । নতুন লিরিক্স গজল ২০২২
Kobul Koro Sijda lyrics । কবুল করো সিজদা লিরিক্স । নতুন লিরিক্স গজল ২০২২ Full Details
Song : Kobul Koro Sijda
Singer : Abyaz Rashid
Lyric : Abdullah Tuhin
Tune : Habibullah Noor
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video Director: Faruk Tahir
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
নতুন লিরিক্স গজল। Kobul Koro Sijda lyrics । কবুল করো সিজদা লিরিক্স । Bangla Islamic New Lyric Song
একটা সিজদা তুমি করিও কবুল
একটা রুকুর দিয়ে দিও বিনিময়
তোমার খুশি হবে পরম পাওয়া
এর বেশি চাইবো না ওগো দয়াময়
একটা রুকুর দিয়ে দিও বিনিময়
রব্বানা রব্বানা রব্বানা
ইন্নাকা আনতাল গফুরুর রহিম
ইন্নাকা আনতাল গফুরুর রহিম
কতশত সিজদা দিয়েছি আমি
তোমার চাওয়ার মত কিছু নয়
ছাড়িনিতো হারামে শুধু অবরোন
হৃদয়ে জাগেনি কভু মালিকের ভয়
কতশত সিজদা দিয়েছি আমি
তোমার চাওয়ার মত কিছু নয়
ছাড়িনিতো হারামে শুধু অবরোন
হৃদয়ে জাগেনি কভু মালিকের ভয়
তোমার খুশি হবে পরম পাওয়া
এর বেশি চাইবো না ওগো দয়াময়
একটা রুকুর দিয়ে দিও বিনিময়
রব্বানা রব্বানা রব্বানা
ইন্নাকা আনতাল গফুরুর রহিম
ইন্নাকা আনতাল গফুরুর রহিম
মানি আমি তোমাকে সবচেয়ে বড়
লুটে করি অহমিকা ঘর
দুচোখের নোনা জলে ভিজিয়ে জানিন
কেঁদে কেঁদে যায় শুধু তোমারই প্রনয়
মানি আমি তোমাকে সবচেয়ে বড়
লুটে করি অহমিকা ঘর
দুচোখের নোনা জলে ভিজিয়ে জানিন
কেঁদে কেঁদে যায় শুধু তোমারই প্রনয়
তোমার খুশি হবে পরম পাওয়া
এর বেশি চাইবো না ওগো দয়াময়
একটা রুকুর দিয়ে দিও বিনিময়
রব্বানা রব্বানা রব্বানা
ইন্নাকা আনতাল গফুরুর রহিম
ইন্নাকা আনতাল গফুরুর রহিম
রব্বানা রব্বানা রব্বানা
ইন্নাকা আনতাল গফুরুর রহিম
ইন্নাকা আনতাল গফুরুর রহিম