BANDHU CHOL LYRICS (বন্ধু চল লিরিক্স) - Anupam Roy

 BANDHU CHOL LYRICS (বন্ধু চল লিরিক্স) - Anupam Roy Song Details 


Movie Name - Open Tee Bioscope(2015)

Song Name - Bondhu chol (বন্ধু চল)

Singer - Anupam Roy

Music Director - Upal Sengupta

Lyrics - Prasen

Music Label - Asha Audio

Release on - 16th January 2015


Bandhu Chol Lyrics In Bangla। বন্ধু চল লিরিক্স 

বন্ধু চল গান লিরিক্স অনুপম রায়


জল ছবি,রংমশাল, স্কুল ছুটির হাজমিরা

রূপকথার পায়রাদের গল্প বল

বন্ধু চল

রংধনু,ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ

বিটনুন আর চুরমুরের গল্প বল

বন্ধু চল


বন্ধু চল রোদ্দুরে

মন কেমন মাঠজুড়ে

খেলবো আজ ওই ঘাসে

তোর টিমে তোর পাশে

ফুটকড়াই, antenna, হাতচিঠি, half padel

আয়না আর জলপরীর গল্প বল

বন্ধু চল

সাপলুডু,চিত্রহার, লোডশেডিং শুকতারা

পাঁচসিকের দুঃখদের গল্প বল

বন্ধু চল

বন্ধু চল, বলটা দে

রাখবো হাত তোর কাঁধে

গল্পেরা ঐ ঘাস

তোর টিমে তোর পাশে


ভাড়া করা সাইকেল রেস গুলো

ছুটছে back pass এ

ধোঁয়া ধোঁয়া নৌকা ছাইগুলো

উড়ছে একপাশে

ভাড়া করা সাইকেল রেস গুলো

ছুটছে back pass এ

খালি গায়ে নৌকা ছাইগুলো

উড়ছে একপাশে

সেলফোনে মুড়ে রাখা রং তারা

সাদাকালো অ্যালবাম এ

সন্ধের আরতির সাঁখ বাজে

বন্ধুর ডাকনামে

বন্ধু চল

বন্ধু চল, বলটা দে

রাখবো হাত তোর কাঁধে

গল্পেরা ঐ ঘাস

তোর টিমে তোর পাশে

তা রা রা রে, তা রা রা রে

তা রা রা রে, তা রা রা রে


জল ছবি,রংমশাল, স্কুল ছুটির হাজমিরা

রূপকথার পায়রাদের গল্প বল

বন্ধু চল

রংধনু,ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ

বিটনুন আর চুরমুরের গল্প বল

বন্ধু চল

বন্ধু চল, বলটা দে

রাখবো হাত তোর কাঁধে

গল্পেরা ঐ ঘাস

তোর টিমে তোর পাশে

জল ছবি,রংমশাল, স্কুল ছুটির হাজমিরা

রূপকথার পায়রাদের গল্প বল

বন্ধু চল

রংধনু,ঝালমুড়ি, হাফ টিকিট, আব্বুলিশ

বিটনুন আর চুরমুরের গল্প বল

বন্ধু চল


বন্ধু চল রোদ্দুরে

মন কেমন মাঠজুড়ে

খেলবো আজ ওই ঘাসে

তোর টিমে তোর পাশে

তোর পাশে

তোর পাশে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url