আল্লাহ আল্লাহ গজল লিরিক্স । Allah Allah Lyrics

 হৃদয় ছুয়ে যাওয়া ইসলামি লিরিক্স গজল । আল্লাহ আল্লাহ। Allah Allah Full Details 

Song: Allah Allah 

Singer: Abu Rayhan & Kalarab youth group 

Lyric & Tune: Sayed Ahmad

Music Direction: Muhammad Badruzzaman

Sound Design: Jaynul Abedin Ekatto

Video Direction: Yamin Elan

Record Lebel: Holy Tune Studio

হৃদয় ছুয়ে যাওয়া ইসলামি লিরিক্স গজল Allah Allah। আল্লাহ আল্লাহ। Bangla New Islamic Lyrics in Bengali 

আল্লাহ আল্লাহ গজল লিরিক্স


আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....


শুকনো এই মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল

শুকনো এই মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল

হৃদয়কে উজালা করে দাও দূর করে জালা

এমন যেন তোমার প্রেমে থাকে যে উতলা

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ


প্রতিটি হৃদয় বাজে একটি নামের সুর

সেই সুরেই তরঙ্গে মন যায় ছুটে বহুদিন

প্রতিটি হৃদয় বাজে একটি নামের সুর

সেই সুরেই তরঙ্গে মন যায় ছুটে বহুদিন

ঘুমন্ত হৃদয়ে মোবারক স্রোত যায় বই

ভালোবাসার পরম সুখে মুখে উঠে আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ


যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার

তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেশ কারার

যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার

তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেশ কারার

তুমি ছাড়া মুমিন হৃদয় শুধু মরু ধুধু

এই গলেতে দাও পরিয়ে তোমার প্রেমের মালা

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....


শুকনো এই মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল

শুকনো এই মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল

হৃদয়কে উজালা করে দাও দূর করে জালা

এমন যেন তোমার প্রেমে থাকে যে উতলা

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....

আল্লাহ আল্লাহ আল্লাহ,আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ, ...আল্লাহ আল্লাহ....


Previous Post
No Comment
Add Comment
comment url