Shada Shada Kala Kala Lyrics (সাদা সাদা কালা কালা লিরিক্স) Hawa
গানঃ সাদা সাদা কালা কালা
কণ্ঠঃ আরফান মৃধা শিবলু
কথাঃ হাশিম মাহমুদ
সুরঃ হাশিম মাহমুদ
সঙ্গীতঃ ইমন চৌধুরী
ছায়াছবিঃ হাওয়া
Shada Shada Kala Kala Lyrics (সাদা সাদা কালা কালা) Hawa
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালো
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালো
হয়েছি আমি মন পাগলা বসন্তকালে
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
পিরিত ভালা গলার মালা
বললে কি আর হয়
(আরে বললে কি আর হয় রে)
যারে ভালো লাগে আমার দেখলে তার
চোখে নেশা হায়রে বন্ধু, চোখে নেশা হয়
পিরিত ভালা গলার মালা
বললে কি আর হয়
(আরে বললে কি আর হয় রে)
যারে ভালো লাগে আমার দেখলে তার
চোখে নেশা হায়রে বন্ধু, চোখে নেশা হয়
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা
হয়েছে আমি মন পাগলা বসন্ত কালে
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
(আরে আমি যেন কি রে?)
বসন্তকালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্তকালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি
বসন্তকালে তোমায় বলতে পারিনি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি