Rahmanur Rahim lyrics। রাহমানুর রহিম লিরিক্স। কলরবের নতুন ইসলামী গজল।
Gojol : Rahmanur Rahim
Singer : Sharif Mahmud & Shakil Adnan
Lyric : Muhim Mahfuz
Tune : H Ahmed
Record Label : Holy Tune Studio
Sound Design : Khizir Muhammad
Video Director: Abu Bakar Siddik
Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman
Rahmanur Rahim lyrics।রাহমানুর রহিম লিরিক্স। কলরবের নতুন ইসলামী গজল।
আকাশের বুকে সাদা মেঘের বেলা
পাহাড়ের কোলে দেখো সাগর নীলা
আকাশের বুকে সাদা মেঘের বেলা
পাহাড়ের কোলে দেখো সাগর নীলা
কাননে কান্তরে সবুজ শ্যামল
ফসলের মাঠে দেখো সোনালী ফসল
সব যার করুণা তিনি আর কেউ না
অনাদি অনন্ত অসীম
হুয়ার রহমানুর রহিম
হুয়ার রহমানুর রহিম
হুয়ার রহমানুর রহিম
হুয়ার রহমানুর রহিম
ফুলের দেশে উড়ে প্রজাপতি
রঙিন ডানায় করে
কুসুম কলি হাসে ভোর বিহনে
ভোমরের মধুর সুরে
শিশিরের কান্না পাখিদের গান
দক্ষিনা বাতাসে নদীর কলতান
শিশিরের কান্না পাখিদের গান
দক্ষিনা বাতাসে নদীর কলতান
গায়ে যার গুনগান তিনি আর কেউ নন
চির মহান মহিয়ান
হুয়ার রহমানুর রহিম
হুয়ার রহমানুর রহিম
হুয়ার রহমানুর রহিম
হুয়ার রহমানুর রহিম
উসর মরুর বুকে মরু সাইমুন
ঘূর্ণি হাওয়ায় মাতোয়
অতয় সাগরে হয় ঢেউ উত্তাল
কাঁপে তার শান্ত দুপুর
তপ্ত সূর্য আর অগ্নিগিরি
বৈশাখীর ঝড়ে কাঁপে পাহাড় সাড়ি
তপ্ত সূর্য আর অগ্নিগিরি
বৈশাখীর ঝড়ে কাঁপে পাহাড় সাড়ি
সব এক নিমিষে হয় যার আদেশে
যিনি মালিক ক্ষমতার
হুয়ার রহমানুর রহিম
হুয়ার রহমানুর রহিম
হুয়ার রহমানুর রহিম
হুয়ার রহমানুর রহিম