Anmona Hoi New Romantic Song lyrics । আনমনা হই লিরিক্স

Song : Anmona Hoi 

Lyrics : Hriday Ghosh

Singer : Supratick Das

Music Director : Indranil Mukherjee

Music Arrangement, Mix & Mastering VIKAS RK

Animation Sagnik Kundu





তোর প্রেমের ছোঁয়ায়

আমি আনমনা হই

তবু প্রহর শেষে

তোকে পেলাম কই

তোর প্রেমের ছোঁয়ায়

আমি আনমনা হই

তবু প্রহর শেষে

তোকে পেলাম কই

উচাটন এই মন

কেন শোনেনা বারণ

শুধু তোকেই ছুঁতে চায়

মনের গভীরে যত

লোকানো আছে ক্ষত

সব শুধু ভুলে যায়

রক্তের স্রোত কথা বলে

এলোমেলো হয়ে

আমি শুধু একই আছি

সময় গেছে বয়ে

হেরে হেরে ফিরি বারবার

তবুও ছুঁতে চায় আবার

দূরে আছিস তবু

মন ভাবে তুই

একাকি আমায়

তোর প্রেমের ছোঁয়ায়

আমি আনমনা হই

তবু প্রহর শেষে

তোকে পেলাম কই

তোর প্রেমের আগুনে আমি

হয়েছি যে ছাই

তবুও এ'মন বলে শুধু

তোকেই ছুঁতে চাই 

ভালোলাগা গুলো হারিয়েছে

সময়ের ফাঁকে ফাঁকে

যন্ত্রণা গুলো লুকানো রয়েছে

জীবনের বাঁকে বাঁকে

মরচে পড়া মনে

কীটেদের শুধু বাসা

পথ হারিয়ে টলমল

দিশাহীন ভালোবাসা

তোর প্রেমের ছোঁয়ায়

আমি আনমনা হই

তবু প্রহর শেষে

তোকে পেলাম কই

উচাটন এই মন

কেন শোনেনা বারণ

শুধু তোকেই ছুঁতে চাই

মনের গভীরে যত

লোকানো আছে ক্ষত

সব শুধু ভুলে যায়

রক্তের স্রোত কথা বলে

এলোমেলো হয়ে

আমি শুধু একই আছি

সময় গেছে বয়ে

হেরে হরে ফিরি বারবার

তবুও ছুঁতে চায় আবার

দূরে আছিস তবু

মন ভাবে তুই

একাকি আমার...

তোর প্রেমের ছোঁয়ায়

আমি আনমনা হই

তবু প্রহর শেষে

তোকে পেলাম কই



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url