Ami Kan Mori Na Lyrics (আমি ক্যান মরি না বাংলা গান লিরিক্স) By Atif Ahmed Niloy
Song Information
Song : Ami Kan Mori Na
Singer : Atif Ahmf Niloy
Lyrics : Nowshin Akter
Tune : Nowshin Akter
Label : Samsul Official
Ami Kan Mori Na Lyrics (আমি ক্যান মরি না বাংলা গান লিরিক্স) By Atif Ahmed Niloy
বেঁচে আছি মতো, আমি ক্যান মরি না
মরে গেলে খুজবি আমায়, সেই দিনতো পাবি না।
বেঁচে আছি মরার মতো, আমি ক্যান মরি না
মরে গেলে খুজবি আমায়, সেইদিনতো পাবি না
ভালোবাসা মিথ্যে ছিলো সবই ছিল ছলনা
পাষাণ বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবি না
বেঁচে আছি মরার মতো, আমি ক্যান মরি না
মরে গেলে খুজবি আমায়, সেইদিনতো পাবি না
পড়ে রবে আমার সৃতি কাদাবে তোমারে
আমি আজও তোমায় খুজি তুমি খোজও কাহারে
পরে রবে আমার সৃতি কাদাবে তোমারে
আমি আজও তোমায় খোজি তুমি খোজও কাহারে
পরে রবে আমার সৃতি কাদাবে তোমারে
আমি আজও তোমায় খুজি তুমি খোজও কাহারে
বেঁচে আছি মরার মতো, আমি ক্যান মরি না
মরে গেলে খুজবি আমায় সেই দিনতো পাবি না
বেঁচে আছি মরার মতো,
আমি ক্যান মরি না
মরে গেলে খুজবি আমায় সেই দিনতো পাবি না
আজ ঘুম আসে না মন মানে না আমার তুমিটা কই?
এক সাথে ঘুমাবো বলে তাইতো আজও জেগে রই
ঘুম আগে না মন মানে না আমার তুমিটা কই?
এক সাথে ঘুমাবো বলে তাইতো আজও জেগে রই
বেঁচে আছি মরার মতো আমি ক্যান মরি না
মরে গেলে খুজবি আমায় সেই দিনতো পাবি না
বেঁচে আজি মরার মতো আমি ক্যান মরি না
মরে গেলে খুজবি আমায় সেই দিনতো পাবি না।