Allahu Gojol Lyrics । আল্লাহু গজল লিরিক্স

Song : Allahu Allahu

Singer: Tawhid Jamil

Lyrics And Tune : Tawhid Jamil

Lable : Holy Tune Studio

Sound Design : Arafat Shehzad


Allahu


আমি লিখি গান কবিত, তোমার নামে

আমি জপি তোমারই নাম,দমে দমে

আমি লিখি গান কবিতা, তোমার নামে

আমি জপি তোমারই নাম, দমে দমে

সবকিছু ডাকে তোমায় সারাক্ষণ

ডাকে নদী, পাহাড়ে প্রস্রবণ

তব নূরে করো হৃদয় উজ্বালা

যেনো ডাকে তোমাকে সারাবেলা

আল্লাহু, আল্লাহু, আল্লাহ

আল্লাহু, আল্লাহু, আল্লাহ

আল্লাহু, আল্লাহু, আল্লাহ

আল্লাহু, আল্লাহু, আল্লাহ

মেরে দিল মে নাম হে তেরা

(আমার হৃদয়ে আছে, তোমার নাম)

মুজকো কারিব কারলো জারা

(আমাকে একটু তোমার কাছে করে নেও)

মেরে দিল মে নাম হে তেরা

(আমার হৃদয়ে আছে, তোমার নাম)

মুজকো কারিব কারলো জারা

(আমাকে একটু তোমার কাছের করে নেও)

জাপতে রাহূ মে হার দাম

(প্রতি মুহূর্তে আমি জপতে থাকি)

মেরে পেয়ার, মেরে মওলা তেরে নাম

(আমার ভালোবাসা, আমার মওলা তোমার জন্যই)

সবকিছু ডাকে তোমায় সারাক্ষণ

ডাকে নদী, পাহাড়ে প্রস্রবণ

তব নূরে করো হৃদয় উজ্বালা

যেনো ডাকে তোমাকে সারাবেলা

আল্লাহু, আল্লাহু, আল্লাহ

আল্লাহু, আল্লাহু, আল্লাহ

আল্লাহু, আল্লাহু, আল্লাহ

আল্লাহু, আল্লাহু, আল্লাহ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url