Shadhinota Dao Lyrics। স্বাধীনতা দাও লিরিক্স। Kalarab 2022

  • Song : Shadhinota Dao
  • Tune & Singer : Sayed Ahmad
  • Lyric : Munirul Islam
  • Record Label : Holy Tune Studio
  • Sound Design : Khizir Muhammad
  • Video Director : Abu Bakar Siddik
  • Gfx : Ubaydullah Shakir
  • Mentor : Sayed Ahmad & Muhammad Badruzzaman

Shadhinota Dao Lyrics। স্বাধীনতা দাও লিরিক্স 




স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

যেদিন কালোর প্রতিবাদ করার স্বাধীনতা দেবে

সেদিন আলের স্বাধীনতা পেয়ে হাসবে পৃথিবীটাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

সেদিন এ দেশ খুঁজে পাবে উন্নয়নের সিড়ি

দেশের উপর ভীন দেশীরা করবে না দাদাগিরি

সেদিন এ দেশ খুঁজে পাবে উন্নয়নের সিড়ি

দেশের উপর ভীন দেশীরা করবে না দাদাগিরি

......ওওও......

দেশের দামি সম্পাদে ভীরবে এই নাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

বিচারের অভাবে কখনো কাঁদবে না কোন বাবা

বঞ্চিত হয়ে মাজলুমানের ভাঙবে না রিদয় কাবা

বিচারের অভাবে কখনো কাঁদবে না কোন বাবা

বঞ্চিত হয়ে মাজলুমানের ভাঙবে না রিদয় কাবা

...........ও ও ও...........

ইজ্জত হারিয়ে কোন দিন ফিরবে না বোন মাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি আসবে যেদিন যতই থাকুক বাধা

১৩ নদী সমুদ্র পেড়িয়ে উড়বে যে এই পতাকা

স্বাধীনতা তুমি আসবে যেদিন যতই থাকুক বাধা

১৩ নদী সমুদ্র পেড়িয়ে উড়বে যে এই পতাকা

স্বাধীনতা পেয়ে তুমি সেদিন মাতাবে শহর গাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

যেদিন কালোর প্রতিবাদ করার স্বাধীনতা দেবে

সেদিন আলোর স্বাধীনতা পেয়ে হাসবে পৃথিবীটাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও

স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url