ভালো আছি ভালো থেকো লিরিক্স । Valo achi valo theko bangla lyrics

গান: ভালো আছি, ভালো থেকো
গীতিকার: রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল
কন্ঠশিল্পী: এন্ডু কিশোর, কনকচাঁপা
ছায়াছবি: তোমাকে চাই

ভালো আছি, ভালো থেকো


 

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায়, চিঠি লিখো

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায়, চিঠি লিখো

দিও তোমার মালা খানি

বাউলের এই মনটারে।

ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে......

আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে.....

পুষে রাখে যেমন ঝিনুক

খোলসের আবরণে মুক্তোর সুখ

পুষে রাখে যেমন ঝিনীক

খোলসের আবরণে মুক্তোর সুখ

তেমনি তোমার নিবিঢ় চলা

ভিতরেরি বন্দরে...

আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায়, চিঠি লিখো

ভালো আছি, ভালো থেকে

আকাশের ঠিকানায়, চিঠি লিখো

দিও তোমার মালা খানি

বাউলের এই মনটারে

ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আজো তুমি হৃদয় জুড়ে...

ঢেকে রাখে যেমন কুসুম

পাপড়ীর আবডালে, ফসলের ধুম

ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ীর আবডালে, ফসলের ধুম

তেমনি তোমার নিবিঢ় ছোঁয়া

গভীরেরি বন্দরে...

আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে...

আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয় জুড়ে


ভালো আছি ভালো থেকো

আকাশের ঠিকানায়, চিঠি লিখো

ভালো আছি, ভালো থেকো

আকাশের ঠিকানায়, চিঠি লিখো

দিও তোমার মালা খানি

হে.....

দিও তোমার মালা খানি

বাউলের এই মনটারে

ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আছো তুমি  হৃদয় জুড়ে...

আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে

আছো তুমি হৃদয়  জুড়ে...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url