Tomar Preme Bekul । তোমার প্রেমে ব্যাকুল বাংলা গজল লিরিক্স
গজলঃ তোমার প্রেমে ব্যাকুল
তুমি জানো কি না জানো
আমি জানি না
তোমায় ছাড়ায় আমি
কিছু বুঝি না
তুমি জানো কি না জানো
আমি জানি না
তোমায় ছাড়ায় আমি
কিছু বুঝি না
আমার শহর জুড়ে
তোমার ছোয়া
লেগে থাকে যেন
সুখের হাওয়া
আমার বাগান জুড়ে
নবীর প্রেমেরই ফুল
প্রেমের সাগর জুড়ে
সেই চেনা কূল
ইয়া মুহাম্মাদ,
মুহাম্মাদ রাসুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
আমার স্বপ্নে থাকে মাদিনার ছবি
তোমার মুহাব্বাতে হতে চাই কবি
আমার স্বপ্নে থাকে মাদিনার ছবি
তোমার মুহাব্বাতে হতে চাই কবি
আমার কলমে আছে প্রেমের কালি
তোমার আশেক হয়ে ফুল তুলি
আমার বাগান জুড়ে
নবীর প্রেমেরই ফুল
প্রেমের সাগর জুড়ে
নেই চেনা কূল
ইয়া মুহাম্মাদ,
মুহাম্মাদ রাসুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
আমার জবানে থাকে তোমারই দুরুদ
সে দুরুদে খুশি হয় আমার মা'বুদ
আমার জবানে থাকে তোমারই দুরুদ
সে দুরুদে খুশি হয় আমার মা'বুদ
আমার আবেগ জুড়ে আছো তুমি
সাফায়াত পেলে ধন্য হব আমি
আমার বাগান জুড়ে
নবীর প্রেমেরই ফুল
প্রেমের সাগর জুড়ে
সেই চেনা কূল
ইয়া মুহাম্মাদ,
মুহাম্মাদ রাসুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল
তোমার প্রেমে হয়েছি ব্যাকুল