Tomar Preme Bekul । তোমার প্রেমে ব্যাকুল বাংলা গজল লিরিক্স

গজলঃ তোমার প্রেমে ব্যাকুল 

Song : Tomar Preme Bekul

Singer : Abir Hasan

Lyric : Tanvir Aziz Shakib

Tune : Saifullah Noor

Lable : Holy Tune Studio

Sound Design : Khizir Muhammad

Gfx : Abu Ubayda

Mentor : Sayed Ahmed & Muhammad        Badruzzaman
তোমার প্রেমে ব্যাকুল



তুমি জানো কি না জানো

আমি জানি না

তোমায় ছাড়ায় আমি

কিছু বুঝি না

তুমি জানো কি না জানো

আমি জানি না

তোমায় ছাড়ায় আমি

কিছু বুঝি না

আমার শহর জুড়ে

তোমার ছোয়া

লেগে থাকে যেন

সুখের হাওয়া

আমার বাগান জুড়ে

নবীর প্রেমেরই ফুল

প্রেমের সাগর জুড়ে

সেই চেনা কূল

ইয়া মুহাম্মাদ,

মুহাম্মাদ রাসুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

আমার স্বপ্নে থাকে মাদিনার ছবি

তোমার মুহাব্বাতে হতে চাই কবি

আমার স্বপ্নে থাকে মাদিনার ছবি

তোমার মুহাব্বাতে হতে চাই কবি

আমার কলমে আছে প্রেমের কালি

তোমার আশেক হয়ে ফুল তুলি

আমার বাগান জুড়ে

নবীর প্রেমেরই ফুল

প্রেমের সাগর জুড়ে

নেই চেনা কূল

ইয়া মুহাম্মাদ,

মুহাম্মাদ রাসুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

আমার জবানে থাকে তোমারই দুরুদ

সে দুরুদে খুশি হয় আমার মা'বুদ

আমার জবানে থাকে তোমারই দুরুদ

সে দুরুদে খুশি হয় আমার মা'বুদ

আমার আবেগ জুড়ে আছো তুমি

সাফায়াত পেলে ধন্য হব আমি

আমার বাগান জুড়ে

নবীর প্রেমেরই ফুল

প্রেমের সাগর জুড়ে

সেই চেনা কূল

ইয়া মুহাম্মাদ, 

মুহাম্মাদ রাসুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল

তোমার প্রেমে হয়েছি ব্যাকুল


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url