Shono Musolman Gojol Lyrics । শোনো মুসলমান বাংলা গজল লিরিক্স

Gojol : Shono Musolman

Singer : Hujaifa Islam

Lyrics : Ayman Asif

শোনো মুসলমান


শোনো শোনো মুসলমান

তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন

শোনো শোনো মুসলমান

তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন

কোরআন তোমার পথের দিশা

মুছে দিবে অমানিশা

তোমার পথের দিশা

মুছে দিবে অমানিশা

জীবন জুড়ে আনবে বয়ে

শান্তি সুখের বান

শোনো শোনো মুসলমান

তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন

শোনো শোনো মুসলমান

তোমার বুকে আঁকড়ে

ধরো আল-কোরআন

কুরআন হলো রবের কালাম জান্নাতেরি সুর

যার সিনাতে কোরআন থাকে হাসে হিদয়পুর

কুরআন হলো রবের কালাম জান্নাতেরি সুর

যার সিনাতে কোরআন থাকে হাসে হিদয়পুর

হরফ জুরে কি যে মধু

পড়লে কোরআন নেকি শুধু

হরফ জুড়ে কি যে মধু

পড়লে কোরআন নেকি শুধু

জেগে উঠে গোনাহর ভারে

মুমিয়ে থাকা প্রাণ

শোনো শোনো মুসলমান

তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন

শোনো শোনো মুসলমান

তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন

যার বুকেতে নেইরে কোরআন

ধূসর তাহার মন

পদে পদে পাপ কূলে

তার হয়রে আলাপন

যার বুকেতে নেইরে কোরআন

ধূসর তাহার মন

পদে পদে পাপ কূলে

তার হয়রে আলাপন

কোরআন ছাড়া জীবন বিফল

জাহান্নামি হয় ফলাফল

কোরআন ছাড়া জীবন বিফল

জাহান্নামি হয় ফলাফল

বুকের ভিতর বাজেই যদি অন্য সুরের তান

শোনো শোনো মুসলমান

তোমার বুকে আঁকড়ে

ধরো আল-কোরআন

শোনো শোনো মুসলমান

তোমার বুকে আঁকড়ে

ধরো আল-কোরআন

শোনো শোনো মুসলমান

তোমার বুকে আঁকড়ে ধরো আল-কোরআন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url