কোরআন মধুর বানী গজল লিরিক্স। Quran Modhur Bani Gojol Lyrics
গজলঃকোরআন মধুর বানী
কোরআন মধুর বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই।
কোনআন মধুর বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই।
শোনো মমিন মুসলমান
পড়ে দেখনা কোরআন
কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুর বানী।
প্রতিটি হরফে দশ দশ নেকি আছে
আমলে জমা হয়
প্রতিটি হরফে দশ দশ নেকি আছে
আমলে জমা হয়
পাপের খাতা হতে
পাপ যায় তোমার হেটে
নেকিতে হয় বোঝায়
এ এমন বরকতময়
মেলে সবারী দাওয়ায়
শোনো মমিন মুসলমান
পড়ে দেখনা কোরআন
কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুর বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই
কোরআন মুধুর বানী
কোরআন এমন গ্রন্থ
পৃথিবীর যত মন্ত্র
সবি যাবে মিলে
কোরআন এমন গ্রন্থ
পৃথিবীর যত মন্ত্র
সবি যাবে মিলে
ইহকাল পরকাল
আকাশ হতে পাতাল
সবার চাবি খোলে
কোরআন বড় মধুময়
কল্বে নূর জারী হয়
শোনো মমিন মুসলমান
পড়ে দেখনা কোরআন
কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুর বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই
কোরআন মধুর বানী
এস এম নজরুল বলে
কোরআন আমার ইমান
কোরআন জীবন বিধান
এস এম নজরুল বলে
কোরআন আমার ইমান
কোরআন জীবন বিধান
এই কোরআনের খেলাফি
যে চলবে সে পাপী
সে হবে নফরমান
বেবী নাজনীন বলে যায়
কোরআন রাখনা সিনায়
কোরআন মধুর বানী
আমি যখনই শুনি
কোরআন মধুর বানী
আমি যখনই শুনি
আমার মন ভরে যাই
শোনো মমিন মুসলমান
পড়ে দেখনা কোরআন
কত শান্তি পাওয়া যায়
কোরআন মধুর বানী.....