মায়াবন বিহারিণী হরিণী রবীন্দ্র সংগীত লিরিক্স । Mayabono Biharini Horini (Lyrics) Blogger Rahul Sep 15, 2022 মায়াবন বিহারিণী হরিণী রবীন্দ্র সংগীত লিরিক্স । Mayabono Biharini Horini (Lyrics)মায়াবন বিহারীনি হরিণী, গহন-স্বপন-সঞ্চারিণীমায়াবন বিহারীনি হরিণী, গহন-স্বপন-সঞ্চারিণীকেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়াবন বিহারীনি।থাক থাক নিজমনে দূরেতে,আমি শুধু বাঁশ রীর সুরেতেথাক থাক নিজমনে দূরেতে,আমি শুধু বাঁশ রীর সুরেতে।পরশ করিব ওর প্রাণমন অকারণমায়াবন বিহারীনি।চমকিবে ফাগুনেরও পবনে,পশিবে আকাশবাণী শ্রবণে।চমকিবে ফাগুনের ও পবনে,চিত্ত আকুল হবে, অনুখন অকারণ।দূর হতে আমি তারে সাধিব,গোপনে বিরহডোরে বাঁধিব।দূর হতে আমি তারে সাধিব,গোপনে বিরহডোরে বাঁধিব।বাঁধন বিহীন সেই, যে বাঁধন অকারণ।মায়াবন বিহারীনিমায়াবন বিহারীনি হরিণী, গহন-স্বপন-সঞ্চারিণী।কেন তারে ধরিবারে করি পণ অকারণমায়াবন বিহারীনিমায়াবন বিহারীনিমায়াবন বিহারীনি মায়াবন বিহারীনও ও মায়াবন বিহারীনিমায়াবন বিহারীনিমায়াবন বিহারীনি