মায়াবন বিহারিণী হরিণী রবীন্দ্র সংগীত লিরিক্স । Mayabono Biharini Horini (Lyrics)

 

মায়াবন বিহারিণী হরিণী রবীন্দ্র সংগীত লিরিক্স । Mayabono Biharini Horini (Lyrics)





মায়াবন বিহারীনি হরিণী, গহন-স্বপন-সঞ্চারিণী

মায়াবন বিহারীনি হরিণী, গহন-স্বপন-সঞ্চারিণী

কেন তারে ধরিবারে করি পণ অকারণ,

 মায়াবন বিহারীনি।

থাক থাক নিজমনে দূরেতে,

আমি শুধু বাঁশ রীর সুরেতে

থাক থাক নিজমনে দূরেতে,

আমি শুধু বাঁশ রীর সুরেতে।

পরশ করিব ওর প্রাণমন অকারণ

মায়াবন বিহারীনি।

চমকিবে ফাগুনেরও পবনে,

পশিবে আকাশবাণী শ্রবণে।

চমকিবে ফাগুনের ও পবনে,

চিত্ত আকুল হবে, অনুখন অকারণ।

দূর হতে আমি তারে সাধিব,

গোপনে বিরহডোরে বাঁধিব।

দূর হতে আমি তারে সাধিব,

গোপনে বিরহডোরে বাঁধিব।

বাঁধন বিহীন সেই, যে বাঁধন অকারণ।

মায়াবন বিহারীনি

মায়াবন বিহারীনি হরিণী, গহন-স্বপন-সঞ্চারিণী।

কেন তারে ধরিবারে করি পণ অকারণ

মায়াবন বিহারীনি

মায়াবন বিহারীনি

মায়াবন বিহারীনি 

মায়াবন বিহারীন

ও ও মায়াবন বিহারীনি

মায়াবন বিহারীনি

মায়াবন বিহারীনি

Next Post
No Comment
Add Comment
comment url