এই অবেলায়। Ei Obelay (Lyrics) | Shironamhin

গানঃ এই অবেলায় 

Ei Obelay


এই অবেলায় তোমারই আকাশে

নীরব আপসে ভেসে যায়

সেই ভীষণ শীতল ভেজা চোখ

কখনো দেখায়নি তোমায়

কেও কোথাও ভালো নেই যেন সেই

কত কাল আর হাতে হাত অবেলায়

কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে

ভেজা চোখ দেখায়নি তোমায়

সেই কবেকার ভায়োলিন

বেজে যায় কতদিন

প্রানে চাপা ঢেউ

দেখেনি আর কেও

কখনো অভিমান অবাধ্য পিছুটান

জানি নাকি কষ্টে এই অবেলায়

তবুও নির্বাসন বাসর সাজিয়ে

ঠোটে চেপে ধরা থাক ভালোবাসায়

ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় এ হৃদয় যখন

একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন

আজও তাই অবাক রঙে এঁকে যাই

সাদা কালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই

ভীষণ কালো মেঘ পুড়ে ছাই আবেগে আজও তাই

অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই

এই সন্ধ্যায় দুচোখ সাগরে

বুকের গাঁজরে ভেসে যাই

অবাক জোছনায় লুকিয়ে রেখছি

ভেজা চোখ দেখায়নি তোমায়

এই অবেলায় তোমারই আকাশে

নীরব আপসে ভেসে যায়

সেই ভীষণ শীতল ভেজা চোখ 

কখনো দেখায়নি তোমায়

কেও কোথাও ভালো নেই

যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়

কতকাল আর ভুল-অবসন্ন বিকেলে

ভেজা চোখ দেখায়নি তোমায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url