আমি কি তোমায় খুব বিরক্ত করছি লিরিক্স। Ami Ki Tumay Khub Birokto Korchi lyrics

 গানঃআমি কি তোমায় খুব বিরক্ত করছি

অনুপম রায়



আমি কি তোমায় খুব বিরক্ত করছি

বলে দিতো পারো তা আমায়

হয়তো আমার কোনো প্রয়োজন নেই

কেনো লেগে থাকি একটা কোণায়।

আমি কি তোমায় খুব বিরক্ত করছি

বলে দিতো পারো তা আমায়

হয়তো আমার কোনো প্রয়োজন নেই

কেনো লেগে থাকি একটা কোণায়।

তুমি বলে দিতে পারো তা আমায়

চিঠি লিখবো না এই ঠিকানায়

আমারো তো মন ভাঙে চোখে জল আসে

আর অভিমান আমারো তো হয়

অভিমান আমারো তো হয়।

যদি এই মুঠো ভরা শিউলিফুল

যদি এই খুলে রাখা কানের দুল

লক্ষীটি একবার ঘাড় নেড়ে

সম্মতি দাও আমি যাই ছেড়ে...


এত কথা বলি পাখি হয়ে উড়ে যায়

সব তোমাকে ছুঁতে পারে না

এতবার আসা যাওয়া একি পথ দিয়ে

কই তোমার তা চোখে পড়েনা।

এত কথা বলি পাখি হয়ে উড়ে যায়

সব তোমাকে ছুঁতে পারে না

এতবার আসা যাওয়া একি পথ দিয়ে

কই তোমার তা চোখে পড়েনা।

তাহলে কি আমি কেউ নই?

যেন অজানা ভাষায় লেখা বই

আমারো তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি

সুযোগটা পাচ্ছি কই

আমি সুযোগটা পাচ্ছি কই?


যদি এই মুঠো ভরা শিউলিফুল

যদি এই খুলে রাখা কানের দুল

লক্ষীটি একবার ঘাড় নেড়ে

সম্মতি দাও আমি যাই ছেড়ে

আমি কি তোমায় খুব বিরক্ত করছি?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url