বাড়িয়ে দাও তোমার হাত লিরিক্স । Bariye Dao Tomar Haat

 গানঃ বাড়িয়ে দাও তোমার হাত
অনুপম রায়

বাড়িয়ে দাও তোমার হাত



বাড়িয়ে দাও তোমার হাত

আমি আবার তোমার 

আঙুল ধরতে চাই।

বাড়িয়ে দাও তোমার হাত

আমি আবার তোমার

পাশে হাঁটতে চাই।

বাড়িয়ে দাও তোমার হাত

তোমার হাত।

কিভাবে কাচের দেয়াল

যেনো আটকে থেকে যাই

কখনো ফুরোয় কথায়

অনেক সন্ধ্যে বেলায়

তোমার ক্লান্ত চুলের হার

ছোঁয়াও আমার মাথায়

এখন কৃষ্ণচূড়ার আলয়

আমাদের রাস্তা সাজানো

ওহ-ওহ-ওহ-ওহ

তোমার পাশেই আমায় পাবে

তোমার রক্তে বানানো

বাড়িয়ে দাও তোমার হাত

আমি আবার তোমার

আঙুল ধরতে চাই

বাড়িয়ে দাও তোমার হাত

আমি আবার তোমার

পাশে হাঁটতে চাই

বাড়িয়ে দাও তোমার হাত

তোমার হাত।

মনের ভেতর ঘরে

কিছু পাথর জমানো

ভাঙতে চাইছি যখন

পাহার বরফ ঠেলে মুহূর্ত গলানো

হয়ত যাবে তখন

এখন কৃষ্ণচূড়ার আলয়

আমাদের রাস্তা সাজানো

ওহ-ওহ-ওহ-ওহ

তোমার পাশেই আমায় পাবে

তোমার রক্তে বানানো

বাড়িয়ে দাও তোমার হাত

আমি আবার তোমার

আঙুল ধরতে চাই

বাড়িয়ে দাও তোমার হাত

আমি আবার তোমার

পাশে হাঁটতে চাই

বাড়িয়ে দাও তোমার হাত

তোমার হাত

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url