বারে বারে ভাবি একা বাংলা গজল লিরিক্স। Baare Baare Vabi Eka Lyrics

গজলঃবারে বারে ভাবি একা



বারে বারে ভাবি একা

বসে নিরালা..য় রে......

পাখি হলে উড়ে যেতাম

সোনার মদীনায় রে..

সোনার মদীনায় রে

বুলবুলিরা কথা শোনে

উড়ে যাও কোথা..য় রে......

আমার সালাম পৌছে.. দিও

নবিজীর রওজায় রে...

নবিজীর রওজায় রে

বারে বারে ভাবি একা

বসে নিরালা..য় রে.....

পাখি হলে উড়ে যেতাম

সোনার মদীনায় রে...

সোনার মদীনায় রে

রহম করো ওগো আল্লাহ

ওহে দায়াময় রে....

চাই যে নবীর শাফায়াত

নবী মুস্তফায় রে....

নবী মুস্তফায় রে

বারে বারে ভাবি একা

বসে নিরালায় রে...

পাখি হলে উড়ে যেতাম

সোনার মদীনায় রে...

সোনার মদীনায় রে

বাংলাদেশের যত উম্মত

হেদায়াত চায় রে....

দোয়া করো খোদার হাবিব

যেন নাজাত পাই রে...

যেন নাজাত পাই রে

বারে বারে ভাবি একা

বসে নিরালায় রে...

পাখি হলে উড়ে যেতাম

সোনার মদীনায় রে...

সোনার মদীনায় রে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url