Allahke Pawa Jodi Gojol Lyrics । আল্লাহকে পাওয়া যদি বাংলা গজল লিরিক্স
Song : Allahke Pawa Jodi
Singer : Ahmod Abdullah
Lyrics : Hussain Al Hafiz
Sound Design : Khizir Muhammad
Label : Holy Tune Studio
Mentor : Sayed Ahmad And Muhammad Badruzzaman
আল্লাহকে পাওয়া যদি মাকসাদ হয়
এ জীবন নয় কভু, হারবার নয়
এ জীবন নয় কভু, হারবার নয়
আল্লাহকে পাওয়া যদি মাকসাদ হয়
এ জীবন নয় কভু, হারবার নয়
এ জীবন নয় কভু, হারবার নয়
রাসুল নামের ঘ্রাণে সুশোভিত দিল
রাসুল নামের ঘ্রাণে সুশোভিত দিল
সদাই লালন করে আল্লাহর ভয়
আল্লাহকে পাওয়া যদি মাকসাদ হয়
এ জীবন নয় কভু, হারবার নয়
এ জীবন নয় কভু, হারবার নয়
তাসবিহ-জিকির ছাড়া ঘুমিয়েও রাত
আল্লাহর নামে হলে তাও ইবাদাত
তাসবিহ-জিকির ছাড়া ঘুমিয়েও রাত
আল্লাহর নামে হলে তাও ইবাদাত
চোখে, মুখে লেগে থাকে সালাত, কোরআন
চোখে, মুখে লেগে থাকে সালাত, কোরআন
আল্লাহর নাম যদি থাকে অক্ষয়
আল্লাহকে পাওয়া যদি মাকসাদ হয়
এ জীবন নয় কভু, হারবার নয়
এ জীবন নয় কভু, হারবার নয়
আল্লাহর প্রেম যদি মন পেতে চায়
প্রেম হতে হবে রাসুলের তরিকায়
প্রেম হতে হবে রাসুলের তরিকায়
যেই প্রেমে রাসুলের সুন্নাত নেই
হৃদয়ে থাকে না সেটা শুধু বাহিরেই
যেই প্রেমে রাসুলের সুন্নাত নেই
হৃদয়ে থাকে না, সেটা শুধু বাহিরেই
আল্লাহর প্রেম থাকে দিল জুড়ে যায়
আল্লাহর প্রেম থাকে দিল জুড়ে যায়
আসেনা জীবনে কভু তার পরাজয়
আল্লাহকে পাওয়া যদি মাকসাদ হয়
এ জীবন নয় কভু হারবার নয়
এ জীবন নয় কভু হারবার নয়
এ জীবন নয় কভু হারবার নয়